ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

স্বাস্থ্যসেবার উন্নয়নে এডিবি দিচ্ছে ১০ কোটি ডলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ৩০ এপ্রিল ২০২০

করোনা মহামারি মোকাবেলায় জরুরি স্বাস্থ্যসেবাখাতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে দশ কোটি মার্কিন
ডলারের ঋণ সহায়তা দেবে। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগি সংস্থাটি ইতোমধ্যে এই ঋণ অনুমোদন করেছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

‘কোভিড-১৯ জরুরি সহায়তা প্রকল্পের’ আওতায় বাংলাদেশে জরুরিভিত্তিতে ভাইরাসের নমুনা পরীক্ষার সরঞ্জাম সংগ্রহ,
স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন, মহামারীতে দ্রুত সাড়া দেওয়া, প্রতিরোধ ও নজরদারির সক্ষমতা বাড়ানোর কাজে এই অর্থ
ব্যয় করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এডিবির ভাইস প্রেসিডেন্ট শিশিন চেন বলেন, ‘কোভিড-১৯ এর এই দুঃসময়ে এডিবি বাংলাদেশের সাথে আছে। জরুরি
স্বাস্থ্য সেবা প্রদান, সুরক্ষা ও সেবা সামগ্রী সরবরাহ, রোগ নির্ণয় ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দেশটি এই
অর্থ কাজে লাগাতে পারবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পের আওতায় ১৭টি মেডিকেল কলেজে আইসোলেশন এবং সিসিইউ ব্যবস্থা গড়ে
তোলা হবে। এছাড়া কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার সুবিধা বাড়াতে ১৯টি পরীক্ষাগারের মানোন্নয়ন করা হবে।

করোনাভাইরাস মোকাবেলায় ৫০ শতাংশ নারীসহ সাড়ে তিনহাজার স্বাস্থ্যকর্মীকে আধুনিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি
আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ ও টেকনিক্যাল স্টাফদের সহযোগিতা্ও দেওয়া হবে প্রকল্প থেকে।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি