ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকা ‘খোয়া’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৩, ১০ মে ২০২০

Ekushey Television Ltd.

ন্যাশনাল ব্যাংকের কয়েক কোটি টাকা ব্যাগে ভরে রাজধানীর ইসলামপুর থেকে মতিঝিলে টাকা নেওয়ার সময় গাড়ি থেকে ৮০ লাখ টাকা ‘খোয়া’ গেছে। রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের ডিসি মুনতাসিরুল ইসলাম জানান, পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে সংগ্রহ করা ন্যাশনাল ব্যাংকের কয়েক কোটি টাকার বেশ কয়েকটি ব্যাগ মতিঝিল নেওয়া হচ্ছিল। সর্বশেষ ইসলামপুর থেকে ব্যাগগুলো নিয়ে রওনা করা হয়। বাবুবাজারে আসার পর গাড়ির লোকজন দেখেন, একটা ব্যাগ নেই। ওই ব্যাগে ৮০ লাখ টাকা ছিল।

তিনি আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ব্যাংকটির সিকিউরিটিসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা বলেছেন, হয়তো কোনোভাবে টাকা পড়ে গেছে। এখনো তাদের বক্তব্যের সত্যতা যাচাই করা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি