ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

বঙ্গমাতা জাতীয় জীবনে প্রেরণার নাম: রাবি উপাচার্য 

রাবি সংবাদদাতা 

প্রকাশিত : ২১:০৫, ৮ আগস্ট ২০২০ | আপডেট: ২১:০৫, ৮ আগস্ট ২০২০

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বাঙ্গালীর জাতীয় জীবনে এক প্রেরণার নাম। যিনি শুধু বঙ্গবন্ধুর জীবন সঙ্গী ছিলেন না, ছিলেন বাঙালি জাতির সকল অধিকার আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর নিকটতম সহযোগী। বাঙালির মুক্তি সংগ্রামের অগ্রদূত বঙ্গমাতা রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুব কাছে থেকে অনুপ্রেরণা দিয়েছেন। 

শনিবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের পর আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আবদুস সোবহান।

এর আগে সকাল ১০টায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে অবস্থিত তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শর্মিষ্ঠা রায়।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম এ বারী, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর ও  ছাত্রউপদেষ্টা(অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)  অধ্যাপক মো. লুৎফর রহমান, হল প্রাধ্যক্ষবৃন্দ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষকবৃন্দসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
কে আই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি