ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

এবার সহকারী প্রক্টরের পদ থেকে কুবি শিক্ষকের পদত্যাগ

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

কুবির সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক তোফায়েল হোসেন মজুমদার ও গণমাধ্যম উপদেষ্টা মাহবুবুল হক ভূঁইয়ার পর এবার সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারিতা, প্রশাসনিক অসদাচরণ, ব্যক্তিতান্ত্রিকতা এবং শিক্ষকদের প্রতি অন্যায্য আচরণের প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) মাহমুদুল হাসান সাক্ষরিত ও রেজিস্ট্রার দপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়। 

চিঠিতে সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান লিখেন, সহকারী প্রক্টরের কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রক্টরকে সহায়তা করা। কিন্তু যেখানে স্বয়ং প্রক্টরই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ও শৃঙ্খলার যবনিকাপাত করছেন সেখানে সহকারী প্রক্টর পদে বহাল থাকা শিক্ষক হিসেবে আমার যে নৈতিকতা ও আদর্শ রয়েছে তার পরিপন্থি। এ কারণে আমি এই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি দিচ্ছি। সেই সঙ্গে ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি।

এছাড়াও চিঠিতে উপর্যুক্ত প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি