ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

‘ফল বিপর্যয়ের’ প্রতিবাদে তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত : ১৫:০৭, ১৯ মে ২০১৯ | আপডেট: ১৫:২৯, ১৯ মে ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের ‘ফল বিপর্যয়ের’ প্রতিবাদে মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০ টার সময় কলেজের ভিতর থেকে এক মিছিল নিয়ে মহাখালী ফ্লাইওভারের নিচে অবস্থান নেন।

প্রায় ১ ঘন্টা অবরোধে মহাখালীর আশেপাশের এলকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতো ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী মানুষের। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ফ্লাইওভারের নিচ থেকে মিছিল করে কলেজের সামনে নিয়ে অবস্থান নেয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে ফল বিপর্যয় শুরু হয়েছে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের যে ২৯০ জন তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়েছিলেন, তাদের মধ্যে মাত্র ২৫ জন কৃতকার্য হয়েছেন। একাধিক বিষয়ে অকৃতকার্য হয়ে চতুর্থ বর্ষে উত্তীর্ণ হয়েছেন দেড়শ শিক্ষার্থী।

সাম্প্রতি সময়ে একই দাবিতে নীলক্ষেত অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা ৭ কলেজে সমস্যার কথা স্বীকার করে দাবি পূরণের আশ্বাস ঢাবি কর্তৃপক্ষের।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি