ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

৭ কলেজের অধিভুক্তি: ঢাবিতে আজও ক্লাস বর্জন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ২৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো টানা আন্দোলনে করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই সব একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। যার ফলে কোন বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। 

শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের দাবি মেনে নেয়া না পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। আন্দোলনকারীরা বিভিন্ন ভবনের সামনে অবস্থান নিয়েছেন। স্মৃতি চিরন্তন চত্বরে সমাবেশ করবেন বলে জানিয়েছেন  তারা। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর একেএম গোলাম রব্বানী জানিয়েছেন, উপাচার্য  চীন সফর শেষে মঙ্গলবার দেশে আসার কথা রয়েছে। তিনি আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এনএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি