ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

পুলিশের মামলায় রাবির ৩৪ শিক্ষার্থী খালাস

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৬, ৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে রাজশাহীর অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক এনায়েত কবির এ রায় দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজি শওকত সালেহী বলেন, রায় ঘোষণার সময় ৩৪ জন আসামির মধ্যে ২৬ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি আটজন পালাতক। আসামিরা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপসহ ৪/৫টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোট চারটি মামলা দায়ের করেন।

আইনজীবী সিরাজি শওকত বলেন, মতিহার থানার এসআই মাসুদার রহমান বাদি হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। পুলিশ সে মামলার তদন্ত শেষে ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে আসামিদের সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা বাম ও ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। 

এ মামলার পলাতক আট আসামি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানান এই আইনজীবী।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি