ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

ইউনিভার্সেল নার্সিং কলেজের শিরাবরন অনুষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইউনিভার্সেল নার্সিং কলেজ (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান) এর বিএসসি ১ম ব্যাচের শিক্ষার্থীদের শিরাবরন অনুষ্ঠিত হয়। ৫ই সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী। তিনি নবীন শিক্ষার্থীদের শিরাবরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী ও উপদেষ্টা ডা. একেএম জাফরুলাহ।

অতিথিগণ নার্সিং শিক্ষার  গুরুত্ব বর্ণনা করে পড়াশোনায় মনযোগী হবার উপদেশ এবং তাদের মানবিক নার্স হবার পরামর্শ দেন। শিরাবরন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রসূলবাগ ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি