ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

তিন বছর পর ট্রেজারার পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি সংবাদাতা

প্রকাশিত : ১১:১৮, ৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ তাকে আগামী ৪ বছরের জন্য এই নিয়োগ দেন। 

গত বৃহস্পতিবার (২ জুলায়) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা যায়। 

প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর সংশোধিত আইন ২০১৩ এর ধারা ১২ (১) অনুসারে ড. মো. আসাদুজ্জামানকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিয়োগ করা হলো। তার নিয়োগের মেয়াদ হবে ৪ (চার) বছর।

নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান জানান, ‘আগামী রোববার কিংবা সোমবার তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন।’

উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ এপ্রিল হতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য ছিল। ফলে তিন বছর পর্যন্ত ট্রেজারার ছাড়া ছিল বিশ্ববিদ্যালয়টি।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি