ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বশেমুরবিপ্রবিতে শুভ জন্মাষ্টমী পালিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২১:০১, ৩০ আগস্ট ২০২১ | আপডেট: ২১:০৪, ৩০ আগস্ট ২০২১

যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শ্রীকৃষ্ণের ৫২৪৭তম জন্মতিথি উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে আবশ্যিক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসময় পূজা-অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। 

তবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে চলমান করোনা মহামারির জন্য জন্মাষ্টমী উৎসবে এবার শোভাযাত্রা, র‍্যালি, মিছিল হয়নি। 

হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মতে, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আগমন করেন। এবং তার আবির্ভাব তিথি উপলক্ষে এদিন ভক্ত অনুরাগীরা তার কাছে অশুভ শক্তির দমনের জন্য প্রার্থনা কামনা করেন।

এসময় সাধারণ শিক্ষক, শিক্ষার্থীসহ কৃষ্ণ ভক্তবৃন্দ মন্দিরে উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি