ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

শিক্ষাপ্রতিষ্ঠানের পুরো নাম ব্যবহারের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৪, ২৮ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ২১:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠানের পুরো নাম ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। সংক্ষিপ্ত নাম ব্যবহার যথাযথ নয় বলে মনে করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পুরো নাম ব্যবহার না করে সংক্ষিপ্ত নাম ব্যবহার করে দাপ্তরিক কাজ করে থাকে। এতে প্রশাসনিক জটিলতা তৈরি হয়। এ জন্যই সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরো নাম ব্যবহারের জন্য বলা হয়েছে।’

আদেশে বলা হয়েছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দাপ্তরিক ও অন্যান্য প্রয়োজনে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহার না করে সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে। এ ধরনের কার্যক্রম যথাযথ নয়। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে, সেসব প্রতিষ্ঠানকে সব ক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আদেশটি মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ ও স্কুলের প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি