ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

জবির ছাত্রী হলের সিটের আবেদন শুরু ১ অক্টোবর 

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সিটের জন্য শিক্ষার্থীদের আবেদন ১ অক্টোবর থেকে অনলাইনে শুরু হচ্ছে। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের “বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল”-এ আবাসিক ছাত্রী হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের লিংক : http://student.erp.jnu.ac.bd/jnuis/student/

নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রীদের উল্লেখিত লিংক-এ লগইন করে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে হল কর্তৃপক্ষ জানান, হলের সিট প্রদানে মাস্টার্স ও স্নাতক শেষ বর্ষকে বেশি প্রাধান্যসহ অন্য ব্যাচগুলোকে সিনিয়রিটির ভিত্তিতে প্রাধান্য দেওয়া হবে। প্রথম বর্ষের জন্যও সিট থাকবে। তাদের যেহেতু সেমিস্টার পরীক্ষা হয়নি তাই তাদের ক্ষেত্রে এডমিশনের রেজাল্টের উপর ভিত্তি করে সিট দেওয়া হবে। এছাড়া ঢাকার বাইরের জেলার শিক্ষার্থীদের সিট প্রদানে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানানো হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি