ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর সমাধিতে জাককানইবি উপাচার্যের শ্রদ্ধা

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৬, ১৬ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৫:১৬, ১৬ জানুয়ারি ২০২২

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর।

রোববার (১৬ জানুয়ার) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য জাতির পিতার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর মন্তব্য বইয়ে অধ্যাপক সৌমিত্র শেখর মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন। 

এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হবে। সোনার মানুষ তৈরির প্রতিষ্ঠান হবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো। আমরা সেই সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা বাস্তবায়নে বদ্ধপরিকর।’

তাঁর সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার, অগ্নিবীণা হলের প্রভোস্ট নূরে আলম, শিক্ষক সমিতির সহ-সভাপতি আল জাবির ও সাধারণ সম্পাদক মো. মাসুদ চৌধুরী।

প্রসঙ্গত, উপাচার্য হিসেবে যোগদানের দুদিন পর শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অধ্যাপক সৌমিত্র শেখর।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি