ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

একুশে ফেব্রুয়ারিকে ঘিরে হাবিপ্রবিতে নানা আয়োজন

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের কাছ থেকে ‘বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলনের প্রভাব’ শীর্ষক লেখা আহ্বান করেছে হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ (ছাপনিবি)। এছাড়া কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ বাংলা ভাষার বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে।

একুশে ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মাধ্যমে শুরু হবে শহীদ দিবসের কার্যক্রম। সকাল সাড়ে আটটায় শহীদদের স্মরণে কালো ব্যাচ ধারণ ও এক মিনিট নীরবতা পালন করে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। 

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র সংগঠনগুলো ধারাবাহিকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার কথা রয়েছে।

এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বর্ণমালা লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাসমূহের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে সকাল ১১টায়। 

বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু, ভাষা শহীদসহ সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হবে দিবসের কার্যক্রম।

প্রসঙ্গত, বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন সালাম, রফিক, জব্বার, বরকতসহ ২৬ জন।

২০০০ সালে ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলন, মানুষের ভাষা এবং কৃষ্টির অধিকারের প্রতি সম্মান জানিয়ে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। যা এখন বিশ্বের বহু দেশে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সাথে উদযাপন করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি