ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

আলী আজ্জম ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ১ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১১:১৮, ১ জানুয়ারি ২০২৩

খ্যাতনামা ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ আলী আজ্জম ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির (বিওটি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার ঢাকার আশুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের বিদায়ী চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার।

ইতিপূর্বে আলী আজ্জম ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ট্রেজারার, ইস্টার্ন ইউনিভার্সিটির ভর্তি এবং শৃঙ্খলা বিষয়ক বোর্ড কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

জনাব আজ্জম মেসার্স ফাতেমা স্টীল করপোরেশনের স্বত্বাধীকারী ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আল জামিল প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক। পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। 

তিনি দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার উদ্যোক্তা, সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের একজন আজীবন দাতা সদস্য। তিনি জমিলা লতিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান। 

এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি