ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

ফেলোশিপ পাচ্ছেন বেরোবির ৪০ শিক্ষার্থী

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৮, ৪ জানুয়ারি ২০২৩

উচ্চশিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ (এনএসটি) পাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষার্থী। 

সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপসচিব খান রেজা-উন-নবী স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

২০২২-২৩ অর্থবছরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭টি বিভাগ থেকে ৪০ জন শিক্ষার্থী ফেলোশিপ পাচ্ছেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগ থেকে সর্বোচ্চ ১৩ জন, পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে ৭ জন, পরিসংখ্যান বিভাগ থেকে ৬ জন, রসায়ন বিভাগ থেকে ৫ জন, গণিত বিভাগ থেকে ৪ জন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে ৪ জন এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী এনএসটি ফেলোসিপের জন্য মনোনীত হয়েছেন। 

প্রত্যেক শিক্ষার্থী গবেষণার জন্য পাবেন ৫৪ হাজার টাকা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন আবু রেজা তৌফিকুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি ইতিবাচক দিক যে এক সঙ্গে অনেক সংখ্যক শিক্ষার্থী গবেষণার জন্য ফেলোশিপ পাচ্ছেন। আমি প্রত্যেক শিক্ষার্থীকেই বলবো, গবেষণা যেন কোয়ালিটি সম্পন্ন হয়। যা থেকে দেশ ও জাতি উপকৃত হতে পারে।

ফেলোশিপের জন্য মনোনীত রসায়ন বিভাগের শিক্ষার্থী মোকছেদুল ইসলাম বলেন, খুব ভালো লাগছে যে ফেলোশিপের জন্য মনোনীত হয়েছি। গবেষণার জন্য তো অর্থেরও প্রয়োজন হয়। আমি কিছুটা অর্থসংকটে ছিলাম, এমতাবস্থায় ফেলোশিপ পেয়ে আমার জন্য সুবিধা হলো। আমি আশা করছি, ভালোভাবেই গবেষণা করতে পারবো।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি