ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

সন্দ্বীপে মাস্টার ছায়েদুল হক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ১৩ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৭:৩৫, ১৩ নভেম্বর ২০২৩

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সন্দ্বীপে মাস্টার এ ওয়াই এম ছায়েদুল হক ফাউন্ডেশন কর্তৃক শিক্ষাবিদ এ ওয়াই এম ছায়েদুল হক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

পরীক্ষায় সন্দ্বীপের প্রায় ৩৭টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার অষ্টম শ্রেণির মোট ৬৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। ছাত্র ও অভিবাবকদের ব্যাপক উপস্থিতি পরীক্ষাকে উৎসব মুখর করে তুলেছে। পরীক্ষা পরিদর্শনে আসেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম সহ অনেক সাংবাদিক ও সংস্কৃতিকর্মী। 

মাস্টার এ ওয়াই এম ছায়েদুল হক মেধা বৃত্তি পরীক্ষা বোর্ডের সচিব মুঃ জহিরুল ইসলাম বলেন, ২০১১ সাল থেকে উক্ত পরীক্ষা কার্যক্রম শুরু হয়ে এ পর্যন্ত চলমান রয়েছে। মাষ্টার ছায়েদুল হক ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তিনি এলাকায় রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করে সুন্দর সমাজ বিনির্মাণ ও শিক্ষার আলোকবর্তিকা জ্বালিয়েছেন। ওনার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন অনেক বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, বনায়ন, ক্রীড়া চর্চা ও সাহিত্য-সংস্কৃতি বিকাশে অবদান রেখে যাচ্ছে।

উল্লখ্য, সন্দ্বীপের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী মরহুম মাষ্টার এ.ওয়াই.এম ছায়েদুল হক ফাউন্ডেশন এর উদ্যোগে অন্যান্য সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি ২০১১ সাল থেকে প্রতিবছর এ মেধা বৃত্তি পরিচালিত হয়ে আসছে।

কেআই/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি