ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

পবিপ্রবিতে বিশুদ্ধ বায়ু ও নবায়নযোগ্য শক্তি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৫, ৬ ডিসেম্বর ২০২৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশের জন্য বিশুদ্ধ বায়ু এবং নবায়নযোগ্য শক্তির উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(৫ ডিসেম্বর) বিকাল ৩টায় পবিপ্রবির ইনোভেশন সেন্টারে ‘দ্যা আর্থ’র সার্বিক সহযোগিতায় উক্ত কর্মশালার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক তাকিবুর রহমান ও ইকোনোমিক্স এন্ড সোশিওলজি বিভাগের অধ্যাপক সুজাহাঙ্গীর কবির সরকার। এছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন থেকে প্রতিনিধিরা এই কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় বিশুদ্ধ বায়ু সম্পর্কিত আইনের প্রয়োজনীয়তা এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া তরুণ-তরুণীরা কিভাবে তাদের কমিউনিটিতে ভূমিকা রাখতে পারে এ সম্পর্কেও গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন আলোচকরা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি