ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে বিডিইউ উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ১৪:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

গতকাল রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় করেন উপাচার্য। এ সময় তিনি নবনিযুক্ত শিক্ষা উপমন্ত্রীকে বিডিইউ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাতে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর শিক্ষা উপমন্ত্রীর কাছে বিডিইউ’র সার্বিক অগ্রগতির সংক্ষিপ্ত প্রতিবেদন হস্তান্তর করেন।

এ সময় শিক্ষা উপমন্ত্রী বিডিইউ’র অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ ও মতবিনিময় শেষে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বিডিইউ’র সার্বিক অগ্রগতির সংক্ষিপ্ত প্রতিবেদন উপমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়েছে। যেহেতু বিডিইউ সরকারের অগ্রাধিকার ভিত্তিক একটি প্রকল্প এবং প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় সংসদে এ বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তাই মন্ত্রণালয় থেকে বিডিইউ’র অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি