ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

ইবিতে ১৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত : ২৩:০৪, ২৯ জুন ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ অর্থবছরে ১৩৭ কোটি ১৬ লাখ টাকা বাজেট ঘোষণা করেছে কতৃপক্ষ। শানিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপাচার্যের কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়।

জানা যায়,২০১৯-২০ অর্থবছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাবিকৃত ২৪৭ কোটি ৫৪ লাখ টাকার বিপরীতে কমিশন ১৩৭ কোটি ১৬ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। ১৯৯৫-৯৬ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত ২৩টি অর্থবছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি ৭০ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমানের নিকট বাজেট-বই হস্তান্তর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা। বাজেট-বই হস্তান্তরকালে ভারপ্রাপ্ত হিসাব পরিচালক মো. ছিদ্দিক উল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি