ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

রাবিতে আন্তঃবিভাগ ফুটবলে অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন

রাবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৯:০৮, ২৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অর্থনীতি বিভাগ।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে ফাইনালে দর্শন বিভাগকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অর্থনীতি বিভাগ।বিভাগের পক্ষে হুমায়ুন এবং খালেক ১টি করে গোল করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের হুমায়ুন।

বৃষ্টি কারণে মাঠে পানি জমে থাকার কারণে দু'দলই স্বাভাবিক খেলা উপহার দিতে পারেনি।বৃষ্টি উপেক্ষা করে বিভাগের সমর্থকরা উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করে। খেলা শেষে আমন্ত্রিত অতিথি ও বিভাগের শিক্ষকরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি