জগন্নাথ বিশ্ববিদ্যালয় `ফিল্মক্লাবের` যাত্রা শুরু
প্রকাশিত : ১৭:২১, ৫ নভেম্বর ২০১৯
				
					জগন্নাথ বিশ্ববিদ্যালয় 'ফিল্মক্লাবের' যাত্রা শুরু হয়েছে। 'Film for Participation` এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্মক্লাব (JNUFC) এর উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি চলচ্চিত্র ব্যক্তিত্ব জনাব মসিউদ্দিন সাকের।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এর উদ্বোধন করা হয়।
ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমদ হালিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান।
এতে স্বাগত বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্মক্লাবের সভাপতি ওয়ায়েজ কুরুনি। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৫ নভেম্বর থেকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্মক্লাবের আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী চলবে।
কেআই/এসি
  
আরও পড়ুন
				        
				    









