ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

শ্লীলতাহানির অভিযোগে নোবিপ্রবি`র শিক্ষার্থী বহিষ্কার

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:১৬, ৩১ জানুয়ারি ২০২০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৭-১৮ মাস্টার্সের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের সামছুদ্দোহা মিরাজ নামে এক শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

তিনি বলেন, ২৬ জুন' ১৯ আনুমানিক বিকাল ৪টায় ইংরেজী বিভাগের ৪০২ নম্বর কক্ষে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলাবিধি লঙ্ঘন করে ঐ ছাত্রীকে শ্লীলতাহানি করায় অভিযুক্ত ছাত্রকে আগামী ২ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।  

তিনি আরও জানান, এই বিষয়ে অভিযোগ দায়েরের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৯ জানুয়ারি সন্ধ্যায় ওই ছাত্রকে বহিষ্কারের নোটিশ দেয়। এর আগে গত (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কেআই/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি