ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ইয়াবাসহ জবি কর্মচারী সমিতির নেতা গ্রেফতার

জবি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৫, ৯ মার্চ ২০২০

ইয়াবাসহ জবি কর্মচারী সমিতির নেতা গ্রেফতার

ইয়াবাসহ জবি কর্মচারী সমিতির নেতা গ্রেফতার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কন্ট্রোলার অফিসের আল-আমিন নামে এক কর্মচারীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আটককৃত আসামি বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক বলে জানা গেছে। 

জানা যায়, রোববার (৮ মার্চ) বিকাল ৪টা ১০মিনিটে সদরঘাটের ওয়াইজঘাট মোড় থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক পবিত্র সরকার ও খালিদ। এ সময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক খালিদ জানান, ‘এ ব্যাপারে কোতয়ালী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, ‘তার বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিবে এবং আমার কাছে কোন অভিযোগ আসলে ব্যবস্থা নিব।’

আটক হওয়া আসামি আল-আমিনের ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়টির সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমানের সাথে কয়েকবার যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এআই/এনএস


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি