ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

বন্ধুর মৃত্যুতে বিধ্বস্ত সঞ্জয়-কন্যা, নিচ্ছেন থেরাপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৬, ২ জুলাই ২০২০ | আপডেট: ২১:২০, ২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

সঞ্জয়-কন্যা ত্রিশলা দত্ত মাকে হারিয়েছেন মাত্র ৮ বছর বয়সে। মাকে হারানোর পর সেই ধাক্কা তিনি কখনও কাটিয়ে উঠতেই পারেননি, তাঁর জীবনের অন্যতম প্রিয় মানুষকে উল্টো এবার হারালেন।

বন্ধুর মৃত্যু এক বছর পর নিজের জীবনের দুঃখ কষ্ট যেন উগরে দিলেন সোশ্যাল সাইটে। সঞ্জয় দত্তের প্রথম পক্ষের মেয়ে ত্রিশলা দত্তের ওই পোস্ট দেখে নেট জনতারও চখে জল চলে এসেছে।

২০১৯ সালে ত্রিশলা দত্তের ইতালিয়ান বন্ধুর মৃত্যু হয়। বন্ধুর মৃত্যুর পর ত্রিশলা বলেন, তিনি জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। বন্ধুর মৃত্যুর এক বছর পর ত্রিশলা জানালেন, তাঁকে এখন থেরাপি নিতে হচ্ছে। জীবনের অন্যতম প্রিয় মানুষের মৃত্যুর পর মানসিক দিক থেকে তিনি বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। সঞ্জয় দত্তের মেয়ে জানান বন্ধুর মৃত্যুর পর গত এক বছর ধরে তাঁকে ক্রমাগত থেরাপি নিতে হচ্ছে।

প্রসঙ্গত, মা রিচা শর্মার মৃত্যুর পর থেকেই মার্কিন মুলুকে দিদা-দাদুর কাছেই বড় হন ত্রিশলা।

এসইউএ/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি