ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

‘তুই বড় স্বার্থপর’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৬, ২৯ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

তরুণ প্রজন্মের সুকণ্ঠী গায়িকা মৌসুমী মৌ। নিজের প্রথম মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন মেধাবী এ গায়িকা। গানটির শিরোনাম ‘তুই বড় স্বার্থপর’। গানটি বুধবার (২৯ জুলাই) অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে মুক্তি পেয়েছে। 

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশী। গানটির সঙ্গীতায়োজন করেছেন এ আর সারোয়ার।

নিজের নতুন গান নিয়ে মৌসুমী মৌ বলেন, এবারের ঈদ একেবারে অন্যরকম। মহামারির কারণে আমরা সবাই রয়েছি আতঙ্কে। তবু এই হতাশা আর অন্ধকার সময়ে মানুষকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য আমার এই গান। এই গানটি আমার প্রথম মৌলিক গান। আমি আনন্দিত, আমার প্রথম স্বপ্নের এই গানটি জি সিরিজের ব্যানারে রিলিজ হলো। 

তিনি আরও বলেন, আমি কেবল চেষ্টা করেছি ভালো কিছু করার। আপনারা পাশে থাকলে দোয়া করলে আগামীতে আরো ভালো করতে পারবো, ইনশাআল্লাহ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি