ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

সালমান-ক্যাটরিনার ‘টাইগার থ্রি’ ইতিহাস তৈরি করছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৫, ১০ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়-এর পর আসছে টাইগার থ্রি। নাম এখনও ঠিক করা না হলেও, সালমান-ক্যাটরিনার জুটিই ফের টাইগার থ্রি-র শ্যুটিং শুরু করবেন বলে জানা যাচ্ছে। যশরাজ ফিল্মসের সঙ্গে জুটি বেঁধেই টাইগার থ্রি-র শ্যুটিং শুরু করবেন সালমান-ক্যাটরিনা।

শুধু তাই নয়, বলিউডে এ যাবত পর্যন্ত যত সিনেমা হয়েছে, খরচের বহরে সেই সব সিনেমাকে ছাড়িয়ে যাবে টাইগার থ্রি। পাওয়া যাচ্ছে এমন খবর।

বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, টাইগার থ্রি নাকি ইতিহাস তৈরি করতে চলেছে। ওই সিনেমা তৈরি করতে ৩৫০ কোটি খরচ হবে। যার মধ্যে সিনেমা তৈরিতে খরচ হবে ২০০-২২৫ কোটি। যে কোনও হিন্দি সিনেমা তৈরিতে এই বিপুল খরচ প্রথমবার। প্রমোশন, প্রচার-সহ বিভিন্ন কাজে খরচ হবে ২০-২৫ কোটি। সালমান পারিশ্রমিক নেবেন ১০০ কোটি। সবকিছু মিলিয়ে ৩৫০ কোটি খরচ হবে টাইগার থ্রি তৈরিতে। পাওয়া যাচ্ছে এমন খবর। প্রসঙ্গত টাইগার জিন্দা হ্যায় ব্যবসা করেছিল ৪০০ কোটির।

বর্তমানে সালমান ব্যস্ত বিগ বস ১৪-র শ্যুটিংয়ে। অন্যদিকে ক্যাটরিনা আপাতত বিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে খবর। যদিও বিকি কৌশল বা ক্যাটরিনা কাইফ, নিজেদের সম্পর্ক নিয়ে কাউকেই প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায় না।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি