ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

এবার ‘গেন্দা ফুল’ এ জ্যাকুলিন ও রতন কাহারকে দেখা যাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৪, ২ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

পশ্চিমবঙ্গের রতন কাহারের বিখ্যাত গান ‘গেন্দা ফুল’ চলতি বছরে প্রকাশ করেছিল র‌্যাপার বাদশা। নতুন ধাঁচে গানটি তুলে এনেছিলেন র‌্যাপার। ঐ গানে মডেল হয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে গানে রতন কাহার নাম উল্লেখ না করায় বেশ সমালোচনার মুখে পড়ে প্রযোজনা প্রতিষ্ঠান সনি মিউজিক।

তবে বয়োজ্যেষ্ঠ এ গীতিকারের গানটি নিয়ে কাজ করছেন কলকাতার সংগীত পরিচালক-তবলা বাদক বিক্রম ঘোষ ও পরিচালক অরিন্দম শীল। তিনি তৈরি করছেন নতুন ‘গেন্দা ফুল’। এতে এক ফ্রেমে হাজির হচ্ছেন জ্যাকুলিন, রতন কাহার ও কলকাতার দেবলীনা।

সানি মিউজিকই এ উদ্যোগটি নিয়েছে। বলা হয়, ‘গেন্দা ফুল’র একটি তবলা মিক্স করতে হবে। 

বিক্রম বলেন, ‘ডিজে মিক্স হয় শুনেছি, রিমিক্স শুনেছি। কিন্তু তবলা বিট মিক্স! তখনই ঠিক করি যদি এটা তবলা মিক্স হয় তবে রতন কাহারকে দিয়েই গাওয়াবো।’

রতন কাহার কাজটি করবেন বলে আশা করা হচ্ছে। বাদশার ‘গেন্দা ফুল’এ অন্তরা না থাকলে নতুনটিতে থাকছে। নতুন করে অন্তরা লিখেছেন সুগত গুহ। গেয়েছেন ইমন। নতুন মিউজিক ভিডিওতে জ্যাকুলিনের মতোই লাল পেড়ে শাড়িতে দেখা যাবে দেবলীনা কুমারকে। থাকছেন জ্যাকুলিনও। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই এ গান বাজারে আসবে। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি