ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

অদ্ভুত সাজে অক্ষয়ের চমক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ১০ অক্টোবর ২০২০ | আপডেট: ১৪:৩২, ১০ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

‘ভূত বলে কিছু নেই, যেদিন আমার সামনে ভূত আসবে, শপথ করছি সেদিন চুড়ি পরে নেব।’ এমনটাই বলেছিলেন। তবে শেষপর্যন্ত সেই হাতে চুড়ি, পরনে শাড়ি, কপালে টিপ পরে, উলুধ্বনি দিয়ে হাজির হলেন অক্ষয় কুমার। নতুন সিনেমা ‘লক্ষ্মী বম্ব’-এর ট্রেলারে এমনভাবেই হাজির হয়েছেন বলিউড অভিনেতা। শুক্রবার এটি প্রকাশ্যে আসে।

ট্রেলার দেখলেই বোঝা যায় সিনেমাটি হাসি, ভয় মিলিয়ে বিনোদনের চরম উত্তেজনা নিয়ে আসছে।

প্রকাশিত ট্রেলারে দেখা গেছে, হঠাৎ করেই প্রেমিকার বাড়িতে হাজির হয়েছেন অক্ষয়। সেখানেই ঘটে যতরকম কাণ্ডকারখানা। সে বাড়িতে আবার নাকি ভূতের উপদ্রব। যে অক্ষয় বলছিলেন ভূত বলে কিছু হয় না, তিনিই কিনা অদ্ভুত ভাবে বদলে গেলেন। আর এরই মধ্যে লুকিয়ে রয়েছে সিনেমার আসল মজা ও রহস্য। মুক্তি পেলেই বোঝা যাবে সেই রহস্য।

ট্রেলারটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘'যেখানেই আছেন, ওখানেই দাঁড়িয়ে যান, ‘লক্ষ্মী বম্ব’ ট্রেলার দেখার জন্য তৈরি হয়ে যান।’

সিনেমার ট্রেলারে নারীর ভূমিকায় অক্ষয়কে দেখলে সত্যিই চমকে যেতে হয়। ট্রেলারের শেষে, হাতে চুড়ি, কপালে লাল বড় টিপ, পরনে শাড়ি পরে অক্ষয়ের হাঁটা দেখলে তার অভিনয়ের প্রশংসা করতেই হবে। সেই সঙ্গে তার মুখ দিয়ে বের করা অদ্ভুত শব্দ শুনে চমকে যাবে যে কেউ।

এর আগে সিনেমার টিজারে লক্ষণ থেকে লক্ষ্মীতে বদলে যেতে দেখা গিয়েছিল অক্ষয়কে। সেখানেই ইঙ্গিত মিলেছিল অভিনেতা এই সিনেমাতে বৃহন্নলার ভূমিকায় অভিনয় করতে চলেছেন। এবার বাকিটা সিনেমা মুক্তি পেলেই বোঝা যাবে। 

আগামী ৯ নভেম্বর দীপাবলিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটি ডিজনি হটস্টারে দেখা যাবে।

উল্লেখ্য, ২০১১ সালে মুক্তি পাওয়া তামিল 'হরর কমেডি' 'কাঞ্চনা'র অফিশিয়াল রিমেক হল 'লক্ষ্মী বম্ব'। নিজের পরিচালনায় ও প্রযোজনায় সেই ছবিতে অভিনয় করেছিলেন দাক্ষিণী তারকা রাঘব লরেন্স। সেই রাঘবই হিন্দি রিমেক 'লক্ষ্মী বম্ব'-এর পরিচালক। ২০১৯ সালের জানুয়ারিতে 'লক্ষ্মী বম্ব' তৈরির কথা ঘোষণা করা হয়। এই ছবিতে অক্ষয়ের নায়িকা হিসেবে দেখা যাবে কিয়ারা আডবানীকে। এছাড়াও রয়েছেন তুষার কাপুর, শারদ কেলকর, অশ্বিণী কালসেকরের মতো তারকারা।

 


সূত্র : জি নিউজ
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি