ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

তৈমুরকে কাঁধে নিয়ে কোথায় যাচ্ছেন সাইফ আলি?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ১৭ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

​সাইফ আলি খান এবং তৈমুর আলি খানের সঙ্গে ধরমশালায় ছুটি কাটাচ্ছেন কারিনা কাপুর খান। আলোর উৎসবের আগেই হিমাচল প্রদেশের ধরমশালায় তৈমুরকে নিয়ে পাড়ি দেন কারিনা। ধরমশালাতেই আপাতত একান্তে দিন কাটছে সাইফ, কারিনা ও তৈমুরের। যদিও ধরমশালায় সাইফ, কারিনাদের সঙ্গে রয়েছেন মালাইকা অরোরাও।

ভূত পুলিসের শ্যুটিংয়ের জন্য আপাতত ধরমশালায় রয়েছেন অর্জুন কাপুর। সেই কারণেই এবার কারিনার সঙ্গে ধরমশালায় পাড়ি দেন মালাইকা অরোরাও। কারিনা, সাইফ যখন তৈমুরকে নিয়ে ধরমশালার রাস্তায় হাঁটতে শুরু করেন, সেই সময় লেন্সবন্দি করা হয় মালাইকা এবং অর্জুনকেও। ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর ফের কারিনা এবং তৈমুরের সঙ্গে নতুন ভিডিয়ো শেয়ার করতে দেখা যায় মালাইকা অরোরাকে।

এবার তৈমুরকে সঙ্গে নিয়ে ধরমশালার একটি চার্চে বেড়াতে যান সাইফ আলি খান। তৈমুরকে কাধে চড়িয়ে নিয়ে ধরমশালার সেন্ট জোনস চার্চের সামনে হাঁটতে দেখা যায় সাইফ আলি খান এবং কারিনা কাপুর খানকে।

এদিকে কারিনার সঙ্গে মালাইকা ধরমশালায় গেলেও, সেখানে বেবোদের গার্লস গ্যাঙ-এর অন্য দুই সদস্য অর্থাত কারিশ্মা কাপুর এবং অমৃতা অরোরাকে দেখা যায়নি।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি