ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

আলিয়ার লেহেঙ্গা চমক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ১৮ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ​এবার দীপাবলিতে ভিন্ন কিছু করতে চেয়েছিলেন তিনি। আর তাই নতুন ধরণের লেহেঙ্গা পরে চমকে দিয়েছেন অভিনেত্রী। একটি গোলাপী রঙের লেহেঙ্গা পরেন মহেশ ভাট কন্যা। যে লেহেঙ্গায় ১৩ জন কারিগর কাজ করেছেন। ১৩ জন কারিগরের পাশাপাশি ৩৫ জন শিক্ষার্থী মিলে একযোগে তৈরি করেছেন লেহেঙ্গা। 

গাছ, পাতা, ফুল, পাখি, পশু সহ সবকিছু ফেব্রিক দিয়ে আঁকা হয়েছে। সেই সঙ্গে রাজি’র গান ‘অ্যা ওয়াতন’ লিখে দেওয়া হয়েছে লেহেঙ্গার ওড়নায়। আলিয়ার এই বিশেষ লেহেঙ্গা তৈরি করতে প্রায় ৪ মাস সময় লেগেছে।

এই লেহেঙ্গার সঙ্গে অনেক মানুষের ভালোবাসা, হাতের ছোঁয়া জড়িয়ে রয়েছে। তাই এবারের দীপাবলির পোশাক তার কাছে একেবারেই অন্যরকম বলে জানান বলিউডের এই অভিনেত্রী।

চলতি বছর দীপাবলিতে বলিউডে তেমন কোনও হাই প্রোফাইল পার্টির আয়োজন করা হয়নি। ফলে দীপাবলির সময় এবার শ্যুটিং নিয়েই ব্যস্ত ছিলেন আলিয়া। বর্তমানে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সিনেমার ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিং শেষ করতে ব্যস্ত আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ব্রক্ষ্মাস্ত্রের পাশাপাশি সঞ্জয় লীলা বনশালি গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শ্যুটিংও শুরু করেছেন আলিয়া।
সূত্র : জি নিউজ
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি