ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

শেরাকে নিয়ে ক্যামেরার সামনে ‘ভাইজান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ২০ জানুয়ারি ২০২১ | আপডেট: ২০:৫৯, ২০ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

​খাতায় কলমে নিরাপত্তারক্ষী হলেও, শেরার সঙ্গে বলিউড সুপারস্টার সালমান খানের সম্পর্ক যে একেবারেই ভাইয়ের মতো, তা প্রকাশ্যে এসেছে একাধিকবার। সুলতানের নিরাপত্তা রক্ষীর ভূমিকায় নিজের দায়িত্ব পালনের পর এবার তার সিনেমাতেও স্ক্রিন শেয়ার করছেন শেরা!

সম্প্রতি সালমান খান এবং শেরার একটি ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। যেখানে পাগড়ি বেঁধে সালমানের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় শেরাকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সাললান খান শেয়ার করেন সেই ছবিও।

মাথায় পাগড়ি বেঁধে শেরার সঙ্গে তোলা সালমানের সেই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন বলিউড ভাইজান। যদিও সালমানের পরবর্তী সিনেমা অন্তিমে শেরা স্ক্রিন শেয়ার করছেন বলে অনেকে মন্তব্য করেন।

প্রসঙ্গত, অন্তিমে একজন শিখ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন সালমান খান। ওই ছবিতে সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন আয়ূষ শর্মা। যার প্রথম টিজার প্রকাশ্যে আসার পরপরই তা ভাইরাল হয়ে যায়।

এদিকে রাধে এবং অন্তিমের শ্যুটিং শেষ করে বর্তমানে বিগ বস ১৪-র শ্যুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন সালমান খান।

এসি/এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি