ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

মুক্তির আগেই আলোড়ন সৃষ্টি ‘শেরণী’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ২০ মে ২০২১

Ekushey Television Ltd.

মুক্তির আগেই বেশ আলোড়ন সৃষ্টি করেছে বিদ্যা বালানের নতুন সিনেমা ‘শেরণী’। বহুল প্রতীক্ষিত এ সিনেমাটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি। সিনেমাটিতে বিদ্যাকে দেখা যাবে একজন বন বিভাগের কর্মকর্তা হিসেবে। যিনি মানুষ এবং পশু পাখির মধ্যকার জটিল সব বিষয় নিয়ে কাজ করেন।

সিনেমাটি পরিচালনা করেছেন অমিত মাসরুকার। প্রযোজনা করেছে টি-সিরিজ এবং অবুনদান্তিয়া এন্টারটেইনমেন্ট।

সিনেমাটি মুক্তির বিষয়ে কথা বলেছেন- অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়ার প্রধান নির্বাহী বিজয় সুবরামানিয়াম। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘শকুন্তলা দেবীর অসাধারণ সাফল্যের পর, শেরণী নিয়ে আমরা সকলেই দারুণ উচ্ছ্বসিত। আমি মনে করি ভারত এবং ভারতের বাইরে সকল সিনেমাপ্রেমীরাই বিদ্যার নতুন এ সিনেমার অপেক্ষায় রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সিনেমাটি দর্শকদের পুরোপুরি আনন্দিত করবে কিনা তা আমি জানিনা। তবে এটি দারুণ এক রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ দেবে। এটা নিশ্চিত বলতে পারি।’

এ সিনেমায় বিদ্যাসহ আরও অভিনয় করছেন, সেক্সেনা, মুকুল চাদ্দাহ, বিজয় রাজ, লা আরুণসহ অনেকে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি