ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

রানাঘাটের সেই রানু মন্ডলকে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ৪ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

রানাঘাটের রানু মন্ডলকে এখন কে না চেনেন? বড় বড় সেলিব্রেটিদের সাথে একই মঞ্চে দাঁড়িয়ে গান গেয়েছেন তিনি। তার জীবন সিনেমার চেয়ে কম কি? খোদ রানাঘাট শহরের বুকে যে এমন একজন লতাকন্ঠী রয়েছেন, সোশ্যাল মিডিয়া না থাকলে অজানাই থেকে যেত সবার! ইন্টরনেটে ভাইরাল হয়ে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন পশ্চিমবঙ্গের রানু মারিয়া মন্ডল। কিন্তু ভাগ্য বিড়ম্বনায় আগের অবস্হানে ফিরে গেছেন এই ইন্টারনেট তারকা। সেই রানু মন্ডলকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘মিস রানু মারিয়া’। এ সিনেমা পরিচালনা করছেন ঋষিকেশ মন্ডল।

রানু মন্ডল চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ঈশিকা দে। ভারতীয় একটি সংবাদ মাধ্যমে এই অভিনেত্রী বলেন, ‘আমাদের শুটিং শুরু হবে আগামী নভেম্বরে। পুরো টিমটাই বাংলার। কিন্তু এটা হিন্দি সিনেমা। কলকাতা, রানাঘাট, মুম্বাই মিলিয়ে শুটিং হবে। মূলত রানু মন্ডলের ব্যাক স্টোরির উপর আমরা জোর দিচ্ছি। রানু মন্ডলের ইয়াং বয়স, স্ট্রাগল, কেমন ছিলেন, কোথা থেকে কোথা এলেন,কেন ভিক্ষা করতে হলো এসব আরকি’।

রানু মন্ডলের সঙ্গে এখনো দেখা হয়নি ঈশিকা দের। বিভিন্ন ভিডিও দেখে নিজেকে প্রস্তুত করছেন ঈশিকা। তিনি বলেন, ‘ফেসবুকের নানারকম ভিডিও দেখে আমার ভালো লাগে। সবাই যে সব কিছু পারে, তা তো নয়। কিন্তু চেষ্টাটাই আসল। যেমন হুইল চেয়ারে বসে কেউ নাচ করছে। এসব দেখতে আমার ভালো লাগে। সবার মধ্যেই শেড আছে। আমার বন্ধু কমলিকা ভট্টাচার্য পেশায় সাইকোলোজিষ্ট। মানুষের কোথা থেকে কি হতে পারে, এই জার্নির যে মানসিক দিকটা তা ওর থেকে জানার চেষ্টা করছি। সেটাও প্রস্তুতির অঙ্গ।’

রানু মন্ডলের চরিত্র কতটা মাত্রা যোগ করবে ঈশিকার ক্যারিয়ারে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিয়েল লাইফের চরিত্র তো তেমন হয়না। প্রত্যেক মানুষের মধ্যেই কোন না কোন প্রতিভা থাকে। রানুর যেমন গান, কারও হয়তো চবি আঁকা, ফলে এই ধরেনের চরিত্র তো খুবই ভালো।’

পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন চত্বরে ছিল রানু মন্ডলের বাস। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নাগমা’ গান গেয়ে রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হন তিনি। সেখান থেকে সুযোগ পান বলিউডে। সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধানে ‘হ্যাপি অ্যান্ড হির’ সিনেমার ‘তেরি মেরি কাহানি’ গানে কন্ঠ দেন তিনি।

এরপর ভালোই কাটছিল তার সময়। সামাজিক মাধ্যমে তার ছবি দেখলেই বোঝা যেত, গ্ল্যামার জগতের চাকটিক্যের ছোঁয়া লেগেছে। কিন্তু তারপর শুধুই সমালোচনা। ভক্তদের সঙ্গে বাজে আচরণের কারণে বিতর্কে জড়ান তিনি। মেকআপ ও ঝলমলে পোশাক পরেও ট্রলের শিকার হয়েছেন রানু মন্ডল।
এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি