ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

নোবেলকে বিচ্ছেদপত্র পাঠালেন সালসাবিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ৬ অক্টোবর ২০২১ | আপডেট: ২০:৫৯, ৬ অক্টোবর ২০২১

বেশ দীর্ঘ দিন থেকেই দাম্পত্য কলহ চলছে গায়ক মাঈনুল আহসান নোবেল ও তার স্ত্রী সালসাবিলের মধ্যে। এবার নোবেলের কাছে বিচ্ছেদ নোটিশ পাঠালেন সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর পাঠানো তালাকনামাটি নোবেলের ঢাকার বাসায় পৌঁছেছে বলে জানা যায়।

ডিভোর্স প্রসঙ্গে সালসাবিল বলেন, ‘নোবেল চরম মাদকাসক্ত, সে মানসিকভাবে চরম অসুস্থ। বিভিন্ন নারীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে। আমাকে নানাভাবে নির্যাতন করতো; এসবের প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’

এ প্রসঙ্গে নোবেল তাকে বিষ খাইয়ে হত্যা চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করে বলেন, সালসাবিল আমাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিলেন। কয়েক মাস আগে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন নোবেল।

এর আগে হঠাৎ করে নোবেল তার ফেসবুকে জানান দেন তিনি বাবা হচ্ছেন। গত ২৮ জুন তিনি ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।’

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন তার স্ত্রী সালসাবিল। ফেসবুক লাইভে এসে তিনি জানান, তারা দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন এবং নোবেল সন্তানের যে কথাটি বলেছে সেটি সত্য নয়। আমাকে না জানিয়ে এ ধরণের কথা বলা ঠিক হয়নি বলে মন্তব্য করেন সালসাবিল। 

এরপর নোবেল তার স্ত্রীর বিরুদ্ধে অনাগত ‘সন্তান হত্যা’র অভিযোগ তুলেছিলেন।

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ে হয় মঈনুল আহসান নোবেলের। ‘সারেগামাপা’-তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল দাম্পত্য কলহে শেষ পর্যন্ত স্ত্রীর কাছ থেকে বিচ্ছেন নোটিশ পেলেন। তবে এ ক্ষেত্রে নোবেল বলেন, ‘আমি তালাকানামা পেয়েছি। কিন্তু স্বাক্ষর করব না। তিনমাস পর এটা এমনি এমনিই কার্যকর হয়ে যাবে।’

এসি
  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি