ঢাকা, শুক্রবার   ২৪ মার্চ ২০২৩

পূজার আগে জামিন হবে কি আরিয়ানের? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ১১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:৪৯, ১১ অক্টোবর ২০২১

মাদক কাণ্ডে সোমবারও জামিন পাননি শাহরুখপুত্র আরিয়ান খান। একদিন বাদে এবারে বুধবার তার জামিনের মামলার পরবর্তী শুনানির তারিখ দিয়েছে ভারতের মুম্বাই আদালত। 

সোমবার আরিয়ান খানের আইনজীবী সতীশ মানেশিন্ডে মুম্বাই সেশন আদালতে জামিনের আবেদন জানান। এসময় এনসিবি অফিসাররা কিছু সময় চান আদালতের কাছে। এরপরেই জামিন আবেদন নাকচ করে, বুধবার  পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।  

বৃহস্পতিবার মুম্বাইয়ের আদালত শাহরুখপুত্র আরিয়ান খানকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। এরপরেই আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন তার আইনজীবী। 

ধারণা করা হয়েছিল, সোমবার হয়তো জামিন পাবেন তিনি। তবে আপাতত, মামলার শুনানি পিছিয়ে গেল বুধবার পর্যন্ত।
গত শনিবার মুম্বাইয়ের বিলাসবহুল ক্রুজ থেকে আটক করা হয় আরিয়ান ও তার সঙ্গীদের। রোববার তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

প্রথমে ভারতীয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে ছিলেন আরিয়ান, মুনমুন ধামেচা, আরবাজ মার্চেন্ট। শুক্রবার তাদের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

সূত্র: সংবাদ প্রতিদিন, এবিপি আনন্দ অনলাইন
এসবি/
 


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি