ঢাকা, সোমবার   ০৪ নভেম্বর ২০২৪

বাবা-মায়ের শনির দশার ফল ভুগছেন আরিয়ান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ২৪ অক্টোবর ২০২১

মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর মাদক কাণ্ডে আপাতত জেল হেফাজতে শাহরুখপুত্র আরিয়ান খান। একের পর এক শুনানিতে বাতিল তারকাপুত্রের জামিনের আরজি। কী রয়েছে আরিয়ানের কপালে? আদৌ জামিন পাবেন তিনি? সত্যিই কি রাজনীতির শিকার আরিয়ান? এমন সময় জ্যোতিষী এবং ট্যারো কার্ড রিডার জাহ্নবী গৌর জানালেন আরিয়ান নাকি বাবা মায়ের কর্মফল পাচ্ছেন।

বিপাশা বসু, করণ সিং গ্রোভার, জ্যাকলিন ফার্নান্ডেজদের মতো তারকাদের আধ্যাত্মিক উপদেশ দেন জাহ্নবী গৌর। যার প্রিয় অভিনেতা শাহরুখ খান। জাহ্নবী এবং কিং খানের রাশিও নাকি এক

প্রিয় অভিনেতার ছেলেই এখন জেলবন্দি। তাই মুম্বাইয়ের প্রমোদতরীর মাদক কাণ্ডের ব্যপারে বিশেষ উৎসাহী জাহ্নবী।

তার দাবি, ইন্টারনেটেই রয়েছে শাহরুখের কুষ্ঠি। সেটাই দেখেছেন তিনি। তার মতে, শাহরুখ অত্যন্ত ভাল মানুষ। তার কুষ্ঠি খুবই শক্তিশালী। 

জাহ্নবী মনে করেন, জ্যোতিষশাস্ত্রের দিক দিয়ে বিচার করলে তিন-চার বছর ধরে শাহরুখ এবং গৌরী কঠিন শনির দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। তাদের কর্মফলই আরিয়ান পাচ্ছেন বলে মনে করেন জাহ্নবী।

আরিয়ানের প্রসঙ্গে জাহ্নবী আরও বলেন, আরিয়ান যে বছর জন্মেছে, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তার জীবনে ব্যাপক পরিবর্তন আসবেই।

এদিকে, গত ২০ দিন ধরে মুম্বাইয়ের আর্থার রোড জেলেই রয়েছেন আরিয়ান। এনসিবি কর্মকর্তারা দফায় দফায় জেরা করছেন তাকে। 

কথোপকথনের ফাঁকে আরিয়ান এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে বদলে যাওয়ার কথা বলেছিলেন বলে দাবি ওই সংস্থার। 

জেলবন্দী জীবন থেকে মুক্তি মিললে আরিয়ান দুস্থ মানুষদের জন্য কাজ করবেন বলেও জানা গেছে।

সূত্র: এই সময়

এমএম/এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি