ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

মল্লিকার কোমরে রুটি সেঁকতে চেয়েছিলেন প্রযোজক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ১২ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বোল্ড দৃশ্যে অভিনয় মোটেই সহজ নয়, এককথায় স্বীকার করে নেন তাবড় অভিনেতারা। আর এই বোল্ড দৃশ্যে অভিনয় করেই বলিউড জগতে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী ও আইটেম গার্ল মল্লিকা শেরাওয়াত। সিনেমায় অতি ঘনিষ্ঠ দৃশ্য থেকে স্বল্প বস্ত্রে আইটেম নাচ, সবেতেই বাজিমাত করেছেন তিনি।

ইন্ডাস্ট্রি থেকে পুরোপুরি সরে না গিয়ে ইদানিং কিছু সিনেমায় এখন কাজ করে চলেছেন মল্লিকা। বলিউডে কাটানো দেড় দশকের পথচলা কেমন ছিল এবারে  সেটিই  'দ্য লাভ লাফ লিভ' শো-তে হাজির হয়ে জানালেন মল্লিকা।

সেখানেই বোল্ড দৃশ্যে অভিনয়ের বিষয়ে একটি ঘটনা শেয়ার করলেন মল্লিকা। বললেন, একবার নাকি এক প্রযোজক হট গানের প্রস্তাব নিয়ে এসেছিলেন তার কাছে।

কিন্তু গানের ভিডিও কীভাবে মল্লিকা করবেন এবং কী ধরনের দৃশ্য তাতে থাকবে, তা বোঝাতে গিয়ে মল্লিকাকে অদ্ভুত এক প্রস্তাব দিয়েছিলেন ওই প্রযোজক। 

বলেছিলেন, সিনেমার হট দৃশ্যটি কতটা হট তা বোঝানোর ওই দৃশ্যে মল্লিকার কোমড়ে রুটি সেঁকা হবে। আজব  এই দৃশ্যে অভিনয়ের প্রস্তাব শুনে অবশ্য মুখের ওপর না করেছিলেন মল্লিকা। 

সূত্র: আজকাল ইন 

এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি