ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ঢাকা রক ফেস্ট শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ২৩ ডিসেম্বর ২০২১

শুরু হয়েছে রাজধানীর সবচেয়ে বড় সংগীতের আসর ‘ঢাকা রক ফেস্ট ২.০’।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির বসুন্ধরার নবরাত্রি হলে এ আসর বসেছে। ১৫টি ব্যান্ডদল নিয়ে দ্বিতীয়বারের মতো হচ্ছে এই উত্সব।

ব্যান্ডদলগুলো হলো—ওয়ারফেজ, অর্থহীন, অ্যাভয়েডরাফা, ক্রিপ্টিকফেট, ইনদালো, শুভযাত্রা, কনক্লুশন, সার্পনেল ম্যাথোড, আফটার্মাথ, ব্রক্ষ্মপুত্র, দি ট্রি, সাবকনসাস, ট্রাস, আরেকটা রক ব্যান্ড ও ক্যালিপসো। 

কনসার্ট মানেই উন্মুক্ত স্থানে গানের আয়োজন হলেও এবারের উত্সবটিতে সেই আমেজ থাকছে না। কনভেনশন হলে সীমিতসংখ্যক দর্শক নিয়ে কনসার্টটি অনুষ্ঠিত হবে। ব্যান্ডপ্রেমীরা নির্ধারিত দর্শনীর বিনিময়ে কনসার্টটি উপভোগ করতে পারবেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ থেকেই কনসার্টের গেট খোলা হয় এবং কনসার্ট শুরু হবে সকাল ১১টায়। 

উল্লেখ্য, গত বছর করোনার কারণে এই উত্সবটি আয়োজন করতে পারেনি আয়োজকরা।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি