ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

সপরিবারে করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ৪ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৪:৪২, ৪ জানুয়ারি ২০২২

সপরিবারে করোনায় আক্রান্ত হলেন ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। আক্রান্ত হয়েছেন তার কর্মচারীরাও। মঙ্গলবার টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন বাবুল।

কোভিডে আক্রান্ত হয়েছেন বাবুলের বাবা সুনীলচন্দ্র বড়াল এবং স্ত্রী রচনাও। বাবুল তৃতীয় বার আক্রান্ত হলেও তার বাবা এবং স্ত্রী এই নিয়ে দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন। বাবার ৮৪ বছর বয়স হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন বাবুল।

টুইটে বাবুল লেখেন, ‘কোভিডে আক্রান্ত গুরুতর অসুস্থদের ককটেল টিকা দেওয়া প্রয়োজন। বাবার ৮৪ বছর বয়স। তার জন্য এই ককটেল টিকা কিনতে হবে।’

বাবুল উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘এই ককটেল টিকার বিপুল দাম। ৬১ হাজার টাকা। একটি ককটেল টিকার যদি এত দাম হয়, তা হলে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষগুলো কী ভাবে তা কিনবেন?’

২০২০ সালের ডিসেম্বরে বাবুলের বাবা এবং মা সুমিত্রা বড়াল করোনায় আক্রান্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ৯ ডিসেম্বর তার মায়ের মৃত্যু হয়। টুইট করে বাবুল তাই লিখেছেন, ‘আমি তৃতীয় বার কোভিড আক্রান্ত হলাম। মাকে হারিয়েছি। কিন্তু বাবাকে কোনও ভাবে বাঁচিয়ে এনেছি।’

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি