ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মা হতে যাচ্ছেন মারিয়া নূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ৩ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী মারিয়া নূর মা হতে চলেছেন। বুধবার রাত ১১টার দিকে ফেসবুকে একটি ছবি পোস্ট করে একথা জানান তিনি। 

ছবিতে দেখা যায়, স্বামী সাইফুল আলম জুলফিকারের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছেন মারিয়া। তার বেবি বাম্প স্পষ্ট। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে মারিয়া নূর বলেন, “জীবনে নতুন একটি অ্যাডভেঞ্চার শুরু হলো। আমি মা হচ্ছি।”

সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। সে হিসাবে টানা ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করতে আসছে নতুন অতিথি।

শোবিজের দর্শকপ্রিয় মুখ মারিয়া নূর। টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করে দর্শকের নজরে এসেছেন তিনি। বর্তমানে তিনি বিরতিতে আছেন। গত বছর মারিয়া কাজ শুরু করেন ওয়েব দুনিয়ায়। মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ দিয়ে ভালো সাড়া পেয়েছিলেন। এরপর মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’ দিয়ে সাবলীল অভিনেত্রী হিসেবে নিজেকে জানান দেন মারিয়া।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি