ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

বেনাপোল দিয়ে ফিরে গেলেন ঋতুপর্ণা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০৯:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

দুই বাংলার সিনেমা জগত কাঁপানো ঋতুপর্ণা সেনগুপ্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে নিজের দেশে ফিরেছেন। এই জনপ্রিয় নায়িকা সম্প্রতি বাংলাদেশে আসেন রাষ্ট্রীয় কাজে।

রাজশাহী ও ঢাকায় কাজ শেষে রোববার বিকালে বেনাপোল আসেন তিনি। এ সময় বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন ভারতীয় এ অভিনেত্রীসহ তার সফর সঙ্গীদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। 

পরে বেনাপোল পৌরসভার আইটি সেকশন, খেলাধূলা কর্ণার, চিকিৎসা সেবার স্থান, নাগরিক সেবার সকল কেন্দ্র ঘুরে দেখে তিনি বলেন, একজন রুচিশীল এবং দায়িত্ববান লোক না হলে এরকম আধুনিক মানের পৌরসভা গড়া সম্ভব না। 

এসময় তিনি বেনাপোল পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের কাজের প্রশংসা করেন। 

পরে বিকাল ৫টার দিকে কোলকাতার উদ্দেশ্য বেনাপোল চেকপোস্ট ত্যাগ করেন ঋতুপর্ণা। এসময় ভারতীয় এ অতিথিকে বেনাপোল নোম্যান্সল্যান্ড পর্যন্ত এগিয়ে দেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

এদিকে, চেকপোস্টে জনপ্রিয় এ নায়িকাকে এক নজর দেখার জন্য শত শত মানুষ ভীড় জমান। 

উল্লেখ্য, ঋতুপর্ণা সেনগুপ্ত ১৯৭০ সালের ৭ নভেম্বর কোলকাতায় সেন পরিবারে জন্ম গ্রহণ করেন। দুই বাংলার অসংখ্য ছায়াছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি