ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

প্রশিক্ষণের নামে অত্যাচার! থানায় গেলেন শ্রীলেখা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ৮ জুন ২০২২

নানা কারণেই আলোচনায় থাকেন শ্রীলেখা মিত্র। এবার তিনি সরব হলেন সারমেয়দের নিয়ে। পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের একটি পোস্ট অনুযায়ী, প্রশিক্ষণের নামে অবলা প্রাণীদের উপর অকথ্য অত্যাচার চালান সৌম্যজিৎ বিশ্বাস।

এলাকায়, নেটমাধ্যমে তিনি প্রশিক্ষক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধেই পাটুলি থানায় অভিযোগ দায়ের করলেন পরিচালক-অভিনেত্রী। তিনি জানিয়েছেন, ফোনে বুধবার থানার সঙ্গে যোগাযোগ করেছিলেন। পুলিশ তার অভিযোগ নিয়েছে। বৃহস্পতিবার তিনি নিজে থানায় যাবেন।

মঙ্গলবার পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায় ফেসবুকে একটি ঝলক ভাগ করে নেন। ঝলকে দেখা গিয়েছে সৌম্যজিৎ প্রশিক্ষণের সময় রীতিমতো মারধর করছেন কুকুরদের। মুখে রুমাল তুলতে না চাইলে জোর করে মুখে রুমাল গুঁজে দিচ্ছেন। ভয়ের চোটে প্রশিক্ষণ নিতে না চাইলে কুকুরদের ওপর গায়ের জোরও খাটাচ্ছেন।

ভিডিওটি দেখেই ক্ষোভে ফেটে পড়েন শ্রীলেখা। সঙ্গে সঙ্গে নিজের পাতায় সেটি ভাগ করে নেন। বাকি নেটব্যবহারকারীরাও প্রশিক্ষকের অমানবিকতায় ধিক্কার জানাতে থাকেন। এর পরেই সৌম্যজিতের ফেসবুক প্রোফাইল নিজের পাতায় ভাগ করে তিনি লেখেন, ‘চিনে নিন সারমেয় প্রশিক্ষক নামে পরিচিত এই শয়তানকে!’

শ্রীলেখার কথায়, ‘অভিযোগ নিলেও প্রশাসন বিষয়টিতে কতটা গুরুত্ব দেবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমি বেহালায় থাকি। আমার পোষ্যদের বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দিয়েছিল আবাসনের বাসিন্দারা। অভিযোগ জানাতে হরিদেবপুর থানায় গিয়েছিলাম। প্রশাসন পাত্তাই দেয়নি! এই থানার বিরুদ্ধেও অভিযোগ জানাব।’ 

অভিনেত্রীর মতে, মানুষের কিছু হলে তবেই নড়ে বসে প্রশাসন। তাই তিনি বৃহস্পতিবার নিজে পাটুলি থানায় যাবেন। অভিনেত্রীর আক্ষেপ, সারমেয়, পথপশুদের কথা কেউ ভাবেই না। দিনের পর দিন তারা অত্যাচারিত হয়। তার পরেই যদি তারা তিতিবিরক্ত হয়ে কাউকে কামড়ায়, তখন দোষ হয় পশুদের। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি