ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

দর্শক‌দের সঙ্গে ‘বীর‌ত্ব’ ছ‌বি দেখলেন ইমন-নিপুন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৩, ২২ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ০৮:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলতদিয়া যৌনপল্লী ঘি‌রে সাইদুল ইসলাম রানা প‌রিচা‌লিত ‘বীরত্ব’ ছবিটি দর্শকদের সঙ্গে উপভোগ করলেন প‌রিচালকসহ নায়ক ইমন ও নায়িকা নিপুন।

বুধবার বিকাল সা‌ড়ে ৩টার দি‌কে রাজবাড়ী শহরের সাধনা সিনেমা হলে তারা এ ছবিটি উপ‌ভোগ ক‌রেন।

এ সময় ছবির নায়ক ইমন ও না‌য়িকা নিপুনকে দেখ‌তে ভিড় ক‌রেন ভক্তবৃন্দ।

প‌রে ‘বীরত্ব’ ছবির প‌রিচালক সাইদুল ইসলাম রানা, নায়ক ইমন ও নায়িকা নিপুন সিনেমাটির গুরুত্ব তু‌লে ধরেন।

জানা ‌গে‌ছে, ছবিটির প‌রিচালক সাইদুল ইসলাম রানা রাজবাড়ীর সন্তান। সে সুবা‌ধে তি‌নি নিজের জেলার দৌলত‌দিয়া যৌনপল্লীর জীবনমান নি‌য়ে ‘বীরত্ব’ সি‌নেমাটি প‌রিচালনা করেন।

ছ‌বিতে ডাক্তারের চ‌রিত্রে ইমন ও যৌনকর্মীর চ‌রিত্রে নিপুন অভিনয় করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি