ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও এক মঞ্চে গাইবেন তারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

আবারও এক মঞ্চে আলাদা দুটি পরিবেশনা নিয়ে হাজির হচ্ছেন দেশের শীর্ষ সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লা। ১৮ অক্টোবর পদ্মা সেতুর পাড়ে বসবে সংগীত নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। আর সেই আয়োজনেই গাইবেন তারা।

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ প্রকল্পের পরিচালক ইজাজ খান।

তিনি বলেন, “রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন প্রত্যেকে ৬ মিনিট করে গাইবেন। তবে পরিবেশনায় কী থাকছে, আপাতত বলতে চাইছি না। এই দুই মহাতারকা আমাদের আয়োজনে অংশ নিতে সম্মতি জানানোয় আমরাও ভীষণ আনন্দিত ও সম্মানিত।”

এক মঞ্চে সচরাচর সাবিনা ও রুনাকে দেখা যায় না। তবে চলতি বছরের মে মাসে মেরিল-প্রথম আলো পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজীবন সম্মাননা নিতে একসঙ্গে এক মঞ্চে উঠেছিলেন তাঁরা। কয়েক মাসের ব্যবধানে আবারও একই অনুষ্ঠানে আসছেন এই দুই সংগীত তারকা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি