ঢাকা, শনিবার   ৩০ আগস্ট ২০২৫

নায়ক হবে শাহিদই! কারিনার জেদে ‘জাব উই মেট’ থেকে বাদ পড়েছিলেন কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ২৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

শাহিদ নন, ‘জাব উই মেট’এ নায়ক হতেন অন্য এক অভিনেতা। কিন্তু কারিনার জন্যই নায়ক বদল করতে বাধ্য হয়েছিলেন পরিচালক ইমতিয়াজ আলি!

কেরিয়ারের পথ বদলে দিয়েছিল ‘জাব উই মেট’। কারিনা কপূর আর শাহিদ কপূর— দু’জনেরই। যদিও মূল চরিত্রে অভিনয় করার কথা ছিল ববি দেওলের। কারিনার বায়নাতেই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছিলেন পরিচালক ইমতিয়াজ আলি। সে কথা পরে ফাঁস করেন ববি।

ছবিতে ব্যবসায়ীর পুত্র আদিত্যর ভূমিকায় শুরু থেকেই অভিনয় করার কথা ছিল ববির। শ্রী অষ্টবিনায়ক স্টুডিও, যারা এই ছবিটির প্রযোজনা করেছিলেন, তারাও জানতেন ধর্মেন্দ্র-পুত্রই নায়ক হবেন। কিন্তু তার পর? অদ্ভুত কাণ্ড!

ববি দেওল এক সাক্ষাৎকারে জানান, “আমিই প্রযোজকদের বললাম, পরিচালক হিসেবে ইমতিয়াজ আলিকে নিন। নায়িকা হোক কারিনা।” প্রসঙ্গত এর আগে ‘আজনবি’ ছবিতে বেবোর বিপরীতে দিব্যি অভিনয় করেছিলেন ববি। তাই এ বারও পর্দায় একসঙ্গে অভিনয় করতে চেয়েছিলেন। কিন্তু সেই আশায় জল ঢেলে দেন নায়িকা। নায়ক হিসাবে চেয়েছিলেন নিজের প্রেমিককেই। তখন যে শাহিদই কারিনার চোখের মণি।

প্রযোজকরা অবশ্য ববির প্রস্তাব শুনে শুরুতে উৎসাহিত হননি। আশঙ্কা প্রকাশ করেন, ইমতিয়াজ়র সঙ্গে কি কাজ করতে চাইবেন কারিনা? তা ছাড়া ইমতিয়াজ ছবিতে হাত দিলে অহেতুক বাজেট বাড়ে। কিন্তু তা-ও কথাবার্তা এগোয়। কারিনা একটু দর কষাকষি করে রাজি হয়ে যান। তবে শর্ত দেন, ছ’মাস পর শুটিংয়ের কাজ শুরু করতে পারবেন। তাই তার কথা মতো সেই দফায় আটকে যায় ‘জাব উই মেট’-এর কাজ।

এর পর হঠাৎ এক দিন চমকে ওঠেন ববি। ‘বরসাত’-এর নায়ক জানান, “দেখি, ছবির শুটিং শুরু হয়ে গেল আমাকে বাদ দিয়েই। কারিনা, ইমতিয়াজ়— সবাই আমার পরিকল্পনা মতো যে যার ভূমিকায় এলেন। কেবল নায়কের জায়গায় কারিনার তৎকালীন প্রেমিক শাহিদ কপূর। আমি বলি, বাহ্ রে বাহ্! এ কেমন হল?”

হাসতে হাসতে ববি তাকে বলেন, “ইমতিয়াজ, তুমি যত ক্ষণ না আমায় তোমার ছবিতে নেবে আমি তোমার একটাও কাজ দেখব না। বিশ্বাস করো, আমি যেটায় থাকব, সেটাই তোমার সেরা ছবি হবে।”

তবে ববির আক্ষেপ থাকলেও মোটের উপর বিপুল জনপ্রিয়তা পেয়েছিল ‘জাব উই মেট’। যদিও শোনা যায়, সেই উথালপাথাল প্রেমের ছবির সেটেই নাকি চার বছরের প্রেমের সম্পর্কে ইতি টেনেছিলেন শাহিদ এবং কারিনা। এবং শেষ দৃশ্যে স্মরণীয় চুমুর মুহূর্তের শুটিংও হয়েছিল বিচ্ছেদের পরই।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি