ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিরো-ভিলেন দুই চরিত্রে হৃতিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

এবার একই ছবিতে হিরো ও ভিলেনের ভূমিকায় দেখা যাবে বলিউড সেনসেশন হৃতিক  রোশনকে। বলিউড পাড়ায় বিষয়টি চাউর হয়েছে।

ডেকান ক্রনিকালের খবর অনুযায়ী, ‘কৃষ ৪’-এ নাকি হিরো ও ভিলেন দুই ভূমিকাতেই দেখা যাবে হৃতিককে।

হৃতিক নিজেও ব্যক্তিত্বের পজিটিভ ও নেগেটিভ দুই দিকই দেখাতে চান। সে কারণে এ ছবিতে দুই ভূমিকাতেই দেখা যাবে এই অভিনেতাকে। যদিও হৃতিক নিজে এখনও এ নিয়ে মুখ খোলেননি।

তবে এই সম্ভাবনার কথা স্বীকার না করলেও একেবারে উড়িয়ে দেননি পরিচালক রাকেশ রোশন। তাঁর কথায়, ‘আরও একটা কৃষ নিয়ে চিত্রনাট্য লেখাটা সহজ নয়। এতে সময় লাগে। কিন্তু আমরা কৃষ নিয়ে আরও একটা ছবি তো করবই। তার কাজ চলছে।’

 

সূত্র : আনন্দবাজার

/এস/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি