ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অনুষ্ঠানে চটে গেলেন কারিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ১০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান মেজাজ হারালেন। সম্প্রতি মুম্বাইয়ের একটি গ্ল্যামার অ্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চটে যান এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, অনুষ্ঠানে সাদা রঙের গাউন পরে রেড কার্পেটে হাজির হন কারিনা। রেড কার্পেটে এসে ক্যামেরার সামনে পোজ দিতে শুরু করেন তিনি। এরপর মিডিয়ার সঙ্গে কথা বলা নিয়ে শুরু হয় নাটক। এরপর কারিনার চোখের ঘূর্ণি দেখা যায়।

এদিকে রেড কার্পেটে থাকা অবস্থায় অপরদিক থেকে প্রবেশ করেন শহিদ কাপুর। তাকে দেখেই রেড কার্পেট থেকে বেরিয়ে যান এবং বাড়ি ফিরে যাওয়ার জন্য তাড়া শুরু করেন।

 এ সময় আলোচিত সিনেমা ‘পদ্মাবতী’ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে রাগান্বিত দৃষ্টিতে তাকান কারিনা। এরপর অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এই অভিনেত্রী।

 

এসি/এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি