ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কিং খানের সঞ্চালনায় নতুন শো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ১১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

টেলিভিশনে ‘ফৌজি’ ধারাবাহিকেই তাঁর আত্মপ্রকাশ। এর পর থিয়েটার-বলিউডে অভিনয়ের বদৌলতে আজ তিনি ‘কিঙ্গ খান’। তিনি শাহরুখ খান।

টেলিভিশনের নতুন শো ‘টেড টকস নয়ি সোচ’ নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ খান। রবিবার থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। এই শো-তে নতুন নতুন আইডিয়ার পসরা সাজিয়ে আনবেন বলিউড বাদশা।

অনুষ্ঠানের ট্যাগলাইন, ‘দ্য বাপ অব আইডিয়াজ’। জানানো হয়েছে, কোনও নির্দিষ্ট বয়সের মানুষের জন্য এই অনুষ্ঠান নয়। শাহরুখ নিজেই টুইট করে জানিয়েছেন, সন্তান এবং বাবা-মা, সবার জন্যই এই অনুষ্ঠান।

শাহরুখ আরও লিখেছেন, ‘শুধু ভালবাসা নয়, নতুন আইডিয়াও শেয়ার করুন, এটাই এখন নতুন ট্রেন্ড …’।

ইতিমধ্যেই শো-এর বেশ কয়েকটি প্রোমো শেয়ার করেছেন শাহরুখ। সেগুলিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এর আগে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি সিজনেই সঞ্চালক হয়েছিলেন শাহরুখ। এত দিন পর আবারও বলিউডের রোম্যান্সিং কিঙ্গকে টেলিভিশনে সঞ্চালক হিসেবে পেয়ে খুশি তাঁর ভক্তরা।

সূত্র : আনন্দবাজার

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি