ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিরাট-আনুশকার বিয়ের ভিডিও প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ১২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:১২, ১২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ব্যাট হাতে মাঠের ছেলেটি এখন বাসর ঘরে। এতোদিনের লুকোচুরি প্রেম মধুর পরিণতিতে সমাপ্ত হলো। তাও আবার চুপি চুপি। আনুশকা শর্মার সঙ্গে গাঁটছড়া বেঁধেই ফেললেন বিরাট কোহলি। সোমবার সন্ধ্যার পর যখন বিরাট-আনুশকার বিয়ের ছবি প্রকাশ্যে আসে, তখনই তা ভাইরাল হয়ে যায়।

তাসকানিতে কোন এক বিলাসবহুল রিসর্টে সাতপাক ঘুরলেন বিরুষ্কা। সেই ছবি প্রকাশ্যে এলেও, বিরাট-আনুশকার বিয়ের কোনও ভিডিও প্রকাশ পায়নি তখন। আর ভিডিও না দেখতে পেরে ভক্তরা বিমর্ষ হয়ে পড়েন। কিন্তু, অবশেষে ইনস্টাগ্রামের দৌলতে প্রকাশ্যে এসেছে বিরুষ্কার বিয়ের বেশ কয়েকটি ভিডিও। ওই ভিডিও সামনে আসার পরই তা ভাইরাল হতে শুরু করে।

তবে শুধু সাতপাক ঘোরার ভিডিওই নয়, বিরাট আনুশকার মেহেন্দিরও বেশ কিছু মুহূর্ত প্রকাশ করা হয়। আর ওই ভিডিও প্রকাশ পাওয়ার পর পরই তা শেয়ার হতে শুরু করে।

সূত্র : জি নিউজ

ভিডিও দেখতে ক্লিক করুন :

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি